সোমবার, ৭ মার্চ, ২০২২

২টি কবিতা ।। বরুণকুমার চক্রবর্তী ।। Barun Kumar Chakraborty

২টি কবিতা ।। বরুণকুমার চক্রবর্তী 




অমূলক

------------
আলোর জন্য আলো, তপস্যার
মৌনতা; উপলব্ধির অন্ধকার গভীর ।

বিনিদ্র  ফড়িঙ  পাখি  গরু  গাছ
ঘাটের পৈঠার  পাশে স্থির  আদিম জলচর মাছ
ধস্ত   সারারাত  আলোর রোশনাই

ভয়ার্ত নক্ষত্রেরা  নিভিয়ে রেখেছিল  দৃপ্ত চোখ
হৃদয়ে  আলো খোঁজা  জরুরী
অমানাশী শিখা   অমূলক উপহার ।

--------------------+----+-++++----------------------

প্রান্তরের টান
-------------------

পায়ে পায়ে  পাক খাওয়া
সাদা বিড়ালটাও  পড়ছে না  চোখে
যার অসংলগ্ন হাসিতে কেঁপে ওঠে
দরজা জানালার  ঝরনা আঁকা পর্দা,  সেও নেই

না ব'লে  চলে গেছে দুপুরের 
কোন এক সময়,  কোথায় যে যায় !
অনেক সময়ই  এমন যায়,  রিসিভ করে না
ফোন কল ; এক দুপুর  ঘুরে বেড়ায় ।

উড়ন্ত ধূলো  শুকনো ঘাস নিয়ে
পাক খায়,  হলুদ সরষে ফুল
রক্তগাঁদা ;  নদীর ঘাট ;  আখক্ষেত
সব পেরিয়ে যায়  আদুল পায়ে ।

মানুষ যায়  এমন ক'রে  প্রান্তরের  টানে
রেখে যায়  অনায়াস  বধ্য মরুভূমি
আর  এক কোচড়   দুরুহ সময়
রাত বিভূতি   থাকে অধরা  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...