নীলিমা সাহা-র আটপৌরে ৭৫৪-৭৫৬,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 754-756,
৭৫৪
সঙ্গীত পৌঁছে যায়
ভেতরঘরে
তখনই আলোর অস্তিত্ব পৃথিবীজুড়ে
৭৫৫)
শৈল্পিকসত্তা > সৃষ্টিযন্ত্রণা > সুকঠিনপ্রয়াস
নিঃশব্দচরণে
আসে আশ্চর্য সুঘ্রাণ হাতে
৭৫৬)
মাধুর্য > পবিত্রতা > অমলবাতাস
প্রাঞ্জলসত্তায়
মধুগন্ধ আর অনাবিল আনন্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন