নীলিমা সাহা-র আটপৌরে ৭৬৭-৭৬৯,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 767-769,
৭৬৭)
কবিতা, তুমি কার
কবির !?
নাকি পাঠকের অথবা সময়ভাবনার ! ?
৭৬৮)
শব্দে শব্দেই কবিতার
শরীরায়ন
শব্দেরই অনন্তশুশ্রূষায় কালোত্তীর্ণ কাব্যশরীর
৭৬৯)
কবিতার দায় তাই
অকালিক
আত্ম-অপরভেদে পরম বন্ধুও বটে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন