নীলিমা সাহা-র আটপৌরে ৭৭৩-৭৭৫,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 773-775,
৭৭৩)
টবে টবে সামান্যবাসভূমি
গাছেদের
সতেজশাখাপল্লবে ওরা আলোরই দিকে
৭৭৪)
সকলেই দাঁড়িয়ে ঊর্ধবাহু
রসসিক্ত
শিকড়জীবনের দেখি বিশ্ব পরিষেবা
৭৭৫)
শাখা থেকে প্রশাখায়
টিয়াঘুঘুশালিখচড়ুই
পাপড়ি খসলেও ফুলেরা নির্বোধহাসিতেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন