নীলিমা সাহা-র আটপৌরে ৭৯১-৭৯৩,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 791-793,
নীলিমা সাহা-র আটপৌরে ৭৯১-৭৯৩
৭৯১)
রাত্রিলিপি হাতে ধ্বংসলীলা
অন্তরালে
উঁকি দিচ্ছে পুরোনো প্রস্তরযুগ
৭৯২)
নীরব সূর্যাস্তের ইঙ্গিত
পৃথিবীতে
এখন প্রকৃত সন্ধ্যার সূচনা
৭৯৩)
অন্তস্থবাতাস ,হারিয়ে যাচ্ছে
ছাতারা
বিহ্বল ছায়াসব রোদের ভিতর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন