নীলিমা সাহা-র আটপৌরে ৮১২-৮১৪
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 812-814,
নীলিমা সাহা-র আটপৌরে ৮১২-৮১৪
৮১২)
আলোর নেপথ্যে দৃষ্টির
শীতবন্ধ্যামাঠ
আঁধারআধারে বিশ্বমন, বসন্ত মলিন
৮১৩)
সাহসই দেখায় কেরামতি
আর
দুঃসাহস--আবেগতাড়িত, সমূহ আতঙ্ক
৮১৪)
প্রতারণার গাঘেঁষেই অপমান
স্মৃতিগন্ধা
ছায়ায় শুয়ে থাকে অভিমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন