নীলিমা সাহা-র আটপৌরে ৮২১-৮২৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 821-823,
নীলিমা সাহা-র আটপৌরে ৮২১-৮২৩
৮২১)
বৈকল্যবিধির ব্যাকরণহীন হাঁটা
আধুনিকোত্তর
পৃথিবীর এইটাই এক পিছেমোড়
৮২২)
দীঘল ছায়াময় ঐতিহাসিকদাসত্ব
ভৌগোলিকসীমানায়
জীবনের এখন বৃত্তাকার ঋণ
৮২৩)
জীবনজুড়ে তাচ্ছিল্যের অবকাশ
চশমাদৃষ্টিরপারে
সহজ দৃশ্যমান অচেনা পৃথিবী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন