নীলিমা সাহা-র আটপৌরে ৮২৭-৮২৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 827-829,
নীলিমা সাহা-র আটপৌরে ৮২৭-৮২৯
৮২৭)
সমকাল এখনও নতজানু
বহমান
আবহমান আদিম প্রবৃত্তির কাছে
৮২৮)
গণতন্ত্র নিজেই আত্মঘাতী
অধিকারহীনদায়
যাপনচিত্রই এক সাক্ষাত কবিতা
৮২৯)
আমিত্বের বিষম পাহাড়ে
নিয়তপ্রতিলিপি
জিঘাংসা আঁকছে,সর্বনাশ লিখছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন