নীলিমা সাহা-র আটপৌরে ৮৩৩-৮৩৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 833-835,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৩৩-৮৩৫
৮৩৩)
পোড়ো হাতে মায়াগন্ধ
নতজানু
বিষণ্ণ, পাকে পড়ে সুরতাললয়ছন্দ
৮৩৪)শূন্য ঘর,শোকের
কুয়াশা
ছড়িয়েছিটিয়ে টাটকা কাঁচা অন্ধকার
৮৩৫)
সাজানো সপ্নে তীক্ষ্মদাগ
সহজপাঠ
নতুন করে পড়তে হবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন