নীলিমা সাহা-র আটপৌরে ৮৬৬-৮৬৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 866-868,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৬৬-৮৬৮
)
গ্রীষ্মবাতাস তপ্ত চারপাশ
আত্মকথা
ঝরে পড়ে অমীমাংসিত বেদনায়
)
আলো ছড়িয়ে ছিটিয়ে
গহীন-আঁধার
ইচ্ছেরাও বদল হচ্ছে গতিমাফিক
)
প্রতিদিনের হোমওয়ার্কে সেই
ঠান্ডালড়াই
ভালোথাকা আর হয় না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন