নীলিমা সাহা-র আটপৌরে ৮৯৯-৯০১
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 899-901,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৯৯-৯০১
৮৯৯)
জল খেলছিলই,দখিনামুখে
তখন
শ্রাবণবাতাস,বিকেল ঝরতেই সান্ধ্যজল
৯০০)
স্পর্শবর্ণ পেরিয়ে সেতুগুলো
এখন
তিরচিহ্নে,সুখের ঘরে অসুখাসন
৯০১)
উত্তল অথবা অবতল
আয়নাও
টালমাটাল, টালবাহানায় জটিলরঙের বিপন্নমুখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন