নীলিমা সাহা-র আটপৌরে ৯২৯-৯৩১
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 929-931,
নীলিমা সাহা-র আটপৌরে ৯২৯-৯৩১
৯২৯)আলোর অধিক অন্ধকার
ঝাপসা-জানালার
তবু চিরচেনা পরের স্টেশন
৯৩০)
গোধূলিপথে প্রয়াত সূর্য
ছায়ায়ছায়ায়
লালনদীজল ,সন্ধ্যা জ্বলে প্রদীপশিখায়
৯৩১)
কোথাও পতাকার পত্পত্
কোথাও
হাহাকার, অন্ধকার--তবু চুম্বন-চুম্বক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন