সোমবার, ৪ এপ্রিল, ২০২২

শব্দব্রাউজ ৪৩২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-432, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৩২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-432, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪৩২ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩। ৪। ২০২২। সকাল ১০টা ৪০ মিনিট ।



যেদিকে দেখি সেদিকেই পাই  ছল্লিবল্লি সময় ।
অজানিতের ডাক কোথায়?  সেই চমৎকার কোথা?  সবাই তো সুযোগ বুঝে চোখের আড়ালে মাছের মুড়ো তুলে খেতে চায়  । যেদিকে চাই সেদিকে নগর নগর গন্ধ । আমার আর সবুজ ঘাসে পা ফেলে শিশির মাখা হল না।


দুচোখে আবেগ নেই । লোভে চক্ চক্।হাসিতে প্রশান্তি নেই । কেমন ব্যাঙ্গাত্মক । মনে শ্রদ্ধা নেই । আমায় তোমায় বরাহ নন্দন বলে বিড়বিড় করে । লুম্পেন সভ্যতার সঙ্গে সখ্যতা করে ।


যায় রসাতলে । অধঃপাতের স্বপ্ন দেখে । কে কাকে বদলে দেবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...