শব্দব্রাউজ ৪৩৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-433, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৩৩ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । সময় সকাল সাড়ে সাতটায় ।
শব্দসূত্র: অর্ধসত্যের উপাখ্যান নিয়ে
অর্ধসত্যের থেকে প্রকৃত সত্য খুঁজতে গেলে হরেক জটিলতা । কল্পনা তাড়িয়ে বাস্তবের মুখোমুখি হতে হতে নিজের আবেগ উধাও । অর্ধসত্য ধরা পড়ে গেলেও তার সমাধান ক্রিয়াকলাপ নিয়ে সারাক্ষণ ব্যস্ততা । জর্জরিত হই ।
দিন বদলের উপাখ্যান কাগজে ধরা থাকে ।তার থেকে জেনে নিতে হয় অতীত বর্তমান । খুঁজে নিতে হয় অতীত বর্তমান । খুঁজে নিতে হয় ভবিষ্যৎ । দিন বদল অমোঘ । তার সামনে দাঁড়াতেই হবে ।
জীবন নিয়ে সকলে ব্যস্ত । আজকের দিন কাটলে যেন মুক্তিশ্বাস । ভবিষ্যৎ দ্রষ্টা আর ক'জন!
শব্দসূত্র: অর্ধসত্যের উপাখ্যান নিয়ে
অর্ধসত্যের থেকে প্রকৃত সত্য খুঁজতে গেলে হরেক জটিলতা । কল্পনা তাড়িয়ে বাস্তবের মুখোমুখি হতে হতে নিজের আবেগ উধাও । অর্ধসত্য ধরা পড়ে গেলেও তার সমাধান ক্রিয়াকলাপ নিয়ে সারাক্ষণ ব্যস্ততা । জর্জরিত হই ।
দিন বদলের উপাখ্যান কাগজে ধরা থাকে ।তার থেকে জেনে নিতে হয় অতীত বর্তমান । খুঁজে নিতে হয় অতীত বর্তমান । খুঁজে নিতে হয় ভবিষ্যৎ । দিন বদল অমোঘ । তার সামনে দাঁড়াতেই হবে ।
জীবন নিয়ে সকলে ব্যস্ত । আজকের দিন কাটলে যেন মুক্তিশ্বাস । ভবিষ্যৎ দ্রষ্টা আর ক'জন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন