শব্দব্রাউজ ৪৫৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-456, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৫৬ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২৭। ৪। ২০২২। সময় সকাল সাতটা দশ মিনিট ।
শব্দসূত্র: আমার ভেতরে বাইরে
১। আমার ভেতরের আমি
আমাকে গ্রাস করে
শুদ্ধ করে ।
আমার ভেতরের আমিকে ভালোবাসি ।
২। আমার ভেতরের আমিকে
সামলে রাখি
যাতে কারো চোখ না পড়ে ।
৩। আমার বাইরের বিশ্ব
আমার সঙ্গে প্রেম করতে চায়
আমার ভেতরের আমি-র খুশি
কেউ দিতে পারে না ।
শব্দসূত্র: আমার ভেতরে বাইরে
১। আমার ভেতরের আমি
আমাকে গ্রাস করে
শুদ্ধ করে ।
আমার ভেতরের আমিকে ভালোবাসি ।
২। আমার ভেতরের আমিকে
সামলে রাখি
যাতে কারো চোখ না পড়ে ।
৩। আমার বাইরের বিশ্ব
আমার সঙ্গে প্রেম করতে চায়
আমার ভেতরের আমি-র খুশি
কেউ দিতে পারে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন