শব্দব্রাউজ ৪৯৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-496, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৪৯৬ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি । কোচবিহার শহর । ৭। ৬। ২২। সকাল আটটা কুড়ি মিনিট ।
শব্দসূত্র: পুড়ছি বলে আজ এখানে
পুড়ছি, যা আমার ভবিতব্য । নিরন্তর শব্দসন্ধানে পুড়ছি । আমৃত্যু প্রেমের জন্য পুড়ছি ।
তাই বলে বাস্তব আমার পিছু ছাড়ে না । সে আমায় বুঝিয়ে দেয় ভাত রুটির জীবন যন্ত্রণা ।যা লেখার জন্য শব্দ জুগিয়ে যায় ।
আজ যেখানে তার জন্য দগ্ধতা দায়ি । আরো দগ্ধ হতে চাই ।
এখানে আর আসার বাসনা নেই । যা দেবার সব চলে যেতে চাই অন্য কোথাও অন্য কোনোখানে । আরও বিস্তৃত জায়গা আমায় দাও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন