শব্দব্রাউজ ৫০৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-504, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫০৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ।১৫।৬। ২২। সময় সাড়ে আটটা ।
শব্দসূত্র: কানে বাজে পোটোগান
কানের ভেতর দিয়ে মরমে গিয়ে যে শব্দ আকুল করে তোলে, তা আমাকে দলিত মথিত করে । ক্ষমাই বলুন কিংবা অনুগ্রহই বলুন আমরা প্রসন্ন হয়ে সব পূরণ করে দিই । কানে পোটোগান বাজলে আমরা দুলে উঠি তার সুরে ।
বাজে গান, বেশি করে বাজে । বাজে শব্দের ছোঁয়া সর্বত্র । বাজে নিন্দা আমাদের ভেতরে আলাদা তৃপ্তি দেয় । আহা! আমরা কত সাধারণ, ভোঁতা তরবারির মতো ।
পোটোগানের দর বাড়ছে হে । শিল্প বাবুদের ডিজিটাল ক্যামেরা তাকে বন্দি করছে । তারপর লুটে নেওয়া গান চ্যানেলে চ্যানেলে ঘুরে বৈভব বাড়ে । আমরা শুনি আর শুনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন