শব্দব্রাউজ ৫১৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-518, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫১৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৯। ৬। ২২। সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: কল্পনা বাস্তব হলে
কল্পনামতো যদি জেদ থাকে তবে তা বাস্তবে আসতে দেরি হয় না । শুরু থেকে ছুঁয়ে থাকলে তৃষ্ণা আর মন ভরতি উন্মাদনা, তবে জীবন কেমন সাজানো গোছানো হয়ে যায় । এসব দেখলে আমার অবাক আনন্দ ।
অতীতের ভুল, বাস্তবের সাফল্যের দিনে ভেসে উঠলে হাসি পায় । অথচ ভুল না থাকলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যেত কি?
কল্পনা বাস্তব হলে আনন্দ আর শান্তি প্রশ্বাস হয়ে সারা শরীরে চারিয়ে যায় । তখনই হয় আসল মুক্তি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন