শনিবার, ৯ জুলাই, ২০২২

শব্দব্রাউজ ৫২৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-526, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫২৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-526, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫২৬ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৭। ৭।২২। সময় সকাল আটটা দশ মিনিট ।



শব্দসূত্র: ভোরের আলোর মুহূর্ত



ভোরে ভৈরবী রাগ মানায় । মনে গুন্ঞ্জন করে শুদ্ধ ভজন ' না মানো কর চতুরা শ্রী গুরু চরণ '। দিগন্ত তখন আরো সুন্দর হয়ে যায় । ঠিক তখন কি সকালের খবরের কাগজের বাস্তব মানায় ?


আলো ফোটার সময় সূর্য প্রণামের ইচ্ছে জেগে ওঠে ।

' জবাকুসুম সঙ্কাশ ' সারাদিনের জন্য আমায় মাতিয়ে দেয় । আলো ফোটার সময় ঈশ্বর আসেন চোখের সামনে । ত্রিনয়ন দিয়ে দেখতে হয় ।


মুহূর্ত গড়িয়ে গড়িয়ে সকাল বিকাল রাত হাজির নিয়মমতো । ক্লান্তিহীন । আবার ভোরে আলো ফোটার সময় আমার নবজন্ম হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...