শুক্রবার, ২২ জুলাই, ২০২২

শব্দব্রাউজ ৫৩৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-539, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৩৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-539, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫৩৯

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২০। ৭। ২০২২। সকাল সাতটা ত্রিশ মিনিট ।



শব্দসূত্র: নিঃশ্বাসে বিশ্বাস কোথায়?



নিঃশ্বাস এই বাঁচাবাঁচি আজীবন বলেই হয়তো তাকে ভরসা করি । শ্বাসকষ্টের ভেতর দিয়ে বুঝতে পারি নিঃশ্বাসের দাম । দুর্লভ এই শ্বাস আমায় বশ করে রাখে, যতই বোহেমিয়ান হই না কেন ।



নিঃশ্বাসকে যদি বিশ্বাস করি তবে মনে হাসি আসে ।আজ আছি কাল নেই এই বাস্তবে দাঁড়িয়ে যখন সব আপেক্ষিক তখন এসব ভুলে যাওয়াই ভালো ।



কোথায় সেই স্নিগ্ধতা । দ্বন্দ্ব চিন্তা সব চ্যুত করে । হালচাল শান্তি দেয় না । খবরের কাগজের বাস্তব সকাল মেনে ছায়ার মতো সঙ্গে থাকে । অথচ নিঃশ্বাসহীন হলে সব কোথায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...