মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

শব্দব্রাউজ ৫৪৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-543, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৪৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-543, Nilanjan Kumar





শব্দব্রাউজ- ৫৪৩

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৪। ৭। ২২। সকাল ৭টা ৩০মিনিট ।


শব্দসূত্র: মেঘের পরে মেঘ জমেছে


মেঘ এলে ময়ূর হতে ইচ্ছে । প্রাণভরে নৃত্যের তালে তালে তখন ভরপুর আনন্দ ।মেঘ এলে পেখম যেভাবে ঈশ্বরীয় মুহূর্ত সৃষ্টি করে তার কাছে সঁপে দিতে চাই । মেঘ জীবন কোথা থেকে প্রবাদ মনে করে দেয়। শব্দব্রাউজ গড়ে ওঠে ।


মেঘ আর বৃষ্টির বন্ধুত্ব নিয়ে ভেবে চলি । মেঘের পরে মেঘ উড়ে যায় আবার আসে । ভাসে । হাসে । পৃথিবীর আমরা তাকে গ্রহণ করি ।


জমে ওঠা কৃষ্ণমেঘ আঁধার নামায় । কিছু পরেই আবার আলোর লুকোচুরি । আলো অন্ধকারের এই খেলাধূলা পৃথিবী ছাড়া কোথাও আছে কি? 

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...