শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

শব্দব্রাউজ ৫৭৪।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-574, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৭৪।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-574, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫৭৪

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ৮। ২০২২। সময় সকাল সাতটা চল্লিশ মিনিট ।


শব্দসূত্র: দুনিয়ায় সবই হয়


দুনিয়া জুড়ে যা ঘটে তার সব যদি মনে রাখা যেত, তবে মানুষ কি মানুষ থাকতো ? তার থেকে হালকা মেঘের পানসি চড়ে ঘুরে আসার কল্পনা আজীবন সঙ্গী থাক ।

দুনিয়ার সব জানার আগ্রহ নিয়ে সকালের খবরের কাগজ যখন হাজির, তখন তার স্বাদ আহা! যত সময় যায় সে স্বাদ ধুয়ে মুছে সাফ ।

দুনিয়ার সবই হয় শুনলে কোথা থেকে অলৌকিকত্ব ছুটে আসে ।তখন ভাবতে ভাবতে সেই ওঁকারে । তারপর বোধ । তারপর ব্যাখ্যা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...