শব্দব্রাউজ ৬০২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-602, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬০২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২১।৯। ২২। সময় সকাল আটটা ।
শব্দসূত্র: মেঘলা মেয়ের হাসিকান্না
মেঘলা সময়
আমার নয় ।
চাই আলো
চাই শান্তি
চাই আনন্দ ।
মেয়ে মানে উজ্জ্বলতা
মেয়ে মানেই সৌন্দর্য ।
হাসি কান্না হীরা পান্না
আছে বলে
পৃথিবী এতো মধুর ।
মনে পড়েঃ দাদা, আমি বাচতে চাই। অপূর্ব।
উত্তরমুছুন