মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

শব্দব্রাউজ ৬০৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-607, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৬০৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-607, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৬০৭ ।। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৬। ৯। ২২। সকাল সাড়ে আটটা ।



শব্দসূত্র: যেমন বেণী তেমনি রবে


১। যেমন বেণী বাস্তবে

      থাকে না ।

      অধ্যাত্ম কি বাস্তবের বাইরে?


২। বেণী তে জল দিলে

       চুল ভেজে,

       তখন অনেক সাজগোজ!

     

        তখন বাস্তব ।


৩। বেণী বাঁধতে তেমন তেমন

       সময় দিতে হয়,

      যদি বাঁধন অজানা থাকে ।


৪। রইবে জগৎ রটবে পরিবেশ

       সুতরাং

       বেণী বাঁধলেও কি না বাঁধলেও কি!

1 টি মন্তব্য:

  1. নক্ষত্র 

    বইয়ের কাছে একটা নোটবই
    নোটবইয়ের কাছে একটা গ্লাস
    গ্লাসের কাছে এক শিশু
    শিশুর হাতে একটা বিড়াল।
    আর অনেক দূরে নক্ষত্র, নক্ষত্র। 

    ওকতে রিফাত(তুরস্কের কবি)

    কবিতা দিয়ে মন্তব্য প্রকাশ করলাম।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...