শব্দব্রাউজ ৬৭৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-677, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৭৭ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১১। ১২। ২২। সকাল ১০টা ৫০।
শব্দসূত্র: পুতুলের নন্দিত হাসি
পুতুলের হাসির সামনে
অজান্তে হাসি
আর সে আমায় ভিক্টোরিয়ার পরি
ঘোরাঘুরি দেখিয়ে জানতে চায়
বিস্ময়, বিপুলা পৃথিবীর .....
আলমারির ওপরের পুতুল হাসে
আর আমায় ধরতে চায়
তার নন্দিত রূপ
টানে আর টানে .....
হাসি ছড়িয়ে পড়ে
ঘরে দোরে
নিশ্চল পুতুল বাস্তবের সামনে
দাঁড়াতে পারে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন