শব্দব্রাউজ ৬৯২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-692, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৯২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ১২। ২২। সময় সকাল দশটা কুড়ি ।
শব্দসূত্র: বিস্ময়ের কাছে বন্দি
আয় বিস্ময় তোকে ধরি
লুকোচুরি খেলা খেলে
আয় বিস্ময় শব্দ গড়ি
মন ফাগুনের দোলায় দুলে ।
আয় বিস্ময় হাতের কাছে
সমাধানের পথ রেখে যা
আয় বিস্ময় হাতড়ে ফিরি
বিশ্বরূপের সুখ দিয়ে যা ।
আয় বিস্ময় বন্দি করি
আমায় অনেক প্রশ্ন নিয়ে
আয় বিস্ময় জানিয়ে দে না
সমাধানের সূত্র দিয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন