শব্দব্রাউজ ৭২৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-725, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭২৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । সময় সকাল ১১টা ৩০মিনিট ।
শব্দসূত্র: কেমন বিশ্বাসে বাঁচি
কেমন বিশ্বাসের মন্ত্রোচারণে
কাল কাটে
কেমন শব্দাস্ত্র শান দিই
নিপুণ করে কবিতার জন্য ।
বাঁচি এভাবে বাঁচি
আজন্ম
আরে আরো আরো
বাঁচার আগ্রহ
শব্দ শেখায় ।
এক কোটি শব্দব্রাউজের জন্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন