শব্দব্রাউজ ৭৫৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-753, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৫৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৪। ২। ২৩। সকাল সাতটা ।
শব্দসূত্র: এলোমেলো দিনের আনন্দ
উলুকঝুলুক আমার আমি
এলোমেলো দিনের স্বাদের
আনন্দ দেয় ।
আনন্দকে বাস্তব ছিনিয়ে
নেবার আগে
লুটপাট করি স্বাদগন্ধ
হুল্লোড় আর মজা ।
এলোমেলো দিনের আমোদ
ক্ষণস্থায়ী হলেও
আমার সঙ্গে রয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন