শব্দব্রাউজ ৭৭২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-772, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৭২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৫। ৩। ২৩। সময় সকাল আটটা ।
শব্দসূত্র: এই তো আছি
এই তো আছি
আমার সঙ্গে
আমার মতো
ভীষণ ভীষণ
নিজের হয়ে ।
এই তো আছি
শব্দ মদে মন রাঙিয়ে
পেগের পর পেগ উড়িয়ে
মাতাল মাতাল টলোমলো
এই তো আমি ।
আমার কাছে শব্দ আসে
শব্দ আমার বন্ধু ভীষণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন