শব্দব্রাউজ ৭৮৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-787, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৮৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩০। ৩। ২৩। সকাল ৮টা ২০ মিনিট ।
শব্দসূত্র: ফাগ ফেললাম পথে
রাগ করলাম
ফাগ ফেললাম পথে
চৈতি রোদের মনের কথা
আমার স্বপ্ন রথে ।
ফাগ ফেললাম পথে
ঘুরন্ত দিন যায় বয়ে যায়
সবাই নিয়ে মাতে ।
রাগ করলাম
ফাগ ছুঁড়লাম
হাওয়ায়,
উড়ে উড়ে যায় বয়ে যায়
আকুল মনের চাওয়ায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন