শব্দব্রাউজ ৭৯৯।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-799, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৯৯ ।। নীলাঞ্জন কুমার
তুফানগঞ্জ কোচবিহার । ১১। ৪। ২৩। সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট ।
শব্দসূত্র: দিনাতিপাতের খেলা
১।
জন্ম কি আমার ইচ্ছেয় ?
নাকি বেঁচে থাকা?
২।
দিনাতিপাতের খেলা
উল্টে দিতে
কে আছে?
৩।
আমিই এক বিস্ময়
আমিই জানি না
আমি কে !
৪।
হালচাল ঠিকঠাক হ্যায়?
কেউ জানতে চাইলে
ঠোঁট থেকে কেন
বেরিয়ে আসে
ভালো .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন