স্বাধীনতা
অভিজিৎ দত্ত ।। কবিতা
আমার কাছে স্বাধীনতা
মানে মুক্তির ছোঁয়া
যে কোন পরিস্থিতিতে
অন্যায়কে রুখে দেওয়া ।
আমার কাছে স্বাধীনতা মানে
সঠিক পথে এগিয়ে চলা
সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে
দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ।
স্বাধীনতা নয় কোন সহজ উপাদান
যুগে, যুগে স্বাধীনতা সংগ্রামীরা করেছে
এর জন্য মরণপণ সংগ্রাম।
আমার স্বাধীনতা নয় এলোমেলো
শুধু সুখ আর আনন্দে গা ভাসিয়ে চলো
আমার স্বাধীনতা, সংগ্রামের, আত্মবলিদানের,আদর্শের
যে আদর্শ যুগ,যুগ ধরে
মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামীরা
শিখিয়ে এসেছে আমাদের
পরের কারণে মরণেও সুখ
এর মধ্যে লুকিয়ে আছে
স্বাধীনতার প্রকৃত স্বরূপ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন