শব্দব্রাউজ- ৯০৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-906, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯০৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ৫। ৮। ২৩।সকাল ৯ টা ৪৫ মিনিটে ।
শব্দসূত্র : বোকা মন বৃন্দাবন
বোকা মন কোনদিন
দাবা খেলা শেখেনি
সে পারে না রাজাকে
মেরে কিস্তিমাত করতে ।
বোকা মন কোনদিন বুলস্ আই কে
লক্ষ্যভেদ করতে পারেনি
বন্দুক দিয়ে একটা বেলুনও
ফাটাতে পারেনি ।
বোকা মন শুধু বৃন্দাবনের
দিকে ধায়
যেখানে কাক কথা বলে না
তুলসী মাথা নিচু করে থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন