শব্দব্রাউজ- ৯১৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-918, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯১৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ২৩।৮। ২৩। সময় আটটা দশ ।
শব্দসূত্র: আমার ঘরে আমি রাজা
আমার ঘরের চৌদিকে
আমাকেই দেখতে পাই
নিজেকে কল্পনার সিংহাসনে
বসাই ।
আমার ঘরে যেহেতু
আমিই রাজা
তাই অগুনতি কাল্পনিক প্রজা
আমার সামনে মাথা নোয়ায় ।
যেহেতু আমার ঘরে আমিই রাজা
তাই
চৌহদ্দিতে বৃত্ত সাজাই যত্ন করে
যাতে তার বাইরে না যেতে হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন