দিনগুলো
নন্দিতা সেন বন্দোপাধ্যায়
ভীড় বেড়ে ওঠে দ্রুত
দিনগুলো কেমন হৈ হৈ করে
পালিয়ে যাচ্ছে ।
ভীড় ও ছুটে যাচ্ছে যে যার মতো
এদিক ওদিক ,
কপালে ভাঁজ
কে আগে পোঁছবে ।
ছুঁয়ে ফেলছে শীর্ষবিন্দু
দিনগুলো হৈ হৈ করে পালিয়ে যাচ্ছে ।
👇 👉 Click here for registration...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন