বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

রাস্তাজন্ম ।। জগন্ময় মজুমদার ।। কবিতা,Jaganmoy Majumder

রাস্তাজন্ম

জগন্ময় মজুমদার



যে রাস্তা বানায় তার মতো

একা কেউ নেই ।


পাথর চূর্ণ হয়ে ধুলো জন্মালো

ধুলোর জনমক্ষণে তার কোনো

চিহ্ন ছিলো না ।


ওখানে জঙ্গল ছিলো

হেঁটে যেতে যেতে একদিন 

সরু এক মেঠোপথ জেগে ওঠে--

সে ছিলো পথের প্রান্তে

কেউ দেখলো না ।


না দেখুক

অবিরত আছে তার ডাক


রাস্তা কারোকে বিমুখ করে না ।

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...