ফুরিয়ে যাওয়ার আগে
পঙ্কজকুমার চট্টোপাধ্যায়
যে কবিতা লিখবো ভেবেছি
তার শব্দগুলি অভিধানের পাতা থেকে
চলে গেছে হামাসের হাতে
ভূমির নিরাপদ জরায়ুতে
ওপরে হাসপাতালে নিরাপত্তা নেই
নবজাত শিশুর অকেজো ইনকিউবেটর
তার ওপরে ড্রোনের শকুনি চোখ
শ্মশানের নিরাপত্তায় বেঁচে আছে কিছু প্রাণ
নিঃস্বর পাখি হওয়ার অপেক্ষায়
আমিও অপেক্ষায় আছি
কবে অস্ত্র বিকিকিনির ফায়দার চূড়ান্ত হিসেব হবে
যুগান্তরের মতো সাময়িক শান্তি আসবে
ভূমির জরায়ু থেকে গর্ভপাত হয়ে আমার কাঙ্খিত শব্দগুলি
ফিরে আসবে আমার টেবিলে
রক্তাক্ত শব্দগুলি কর্কশ গলায় আমাকে শাসাবেঃ
কই লিখবে না কবিতা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন