শব্দব্রাউজ- ১০১০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1010, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০১০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ১। ১২। ২৩। সময় সাড়ে আটটায় ।
শব্দসূত্র: ওড়ে পাখি, ওড়ে মন
পাখির ডানা ঝাপটানোর
সঙ্গে
আমার ওড়াউড়ি শুরু
মনে মনে ।
ওড়ে মন ওড়ে মুক্তি
তবু বায়ুমণ্ডলে
বন্দি হয়ে যায় ।
অন্তরীক্ষ ছোঁয়া হয় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন