শব্দব্রাউজ- ১০২৫ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1025, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০২৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ১৬। ১২।২৩। তারিখ সকাল সাড়ে সাতটা ।
শব্দসূত্র: যাচ্ছি কবিতাকে সঙ্গে নিয়ে
যাব তোমার কাছে
কবিতা সঙ্গে নিয়ে ।
যাচ্ছি কবিতা নিয়ে
ঠিকঠাক যেমন যায়
কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে
কুসুমাস্তীর্ণ পথ ।
যেতে পারি অন্য কোন দিকে
যখন তখন
কিন্তু যাব কেন
তোমাকে যখন পেয়েছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন