শব্দব্রাউজ- ১০৩৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1036, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৩৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৮। ১২। ২৩। সকাল- ৮টা ৫০মিনিট
শব্দসূত্র: অন্তরের অন্তঃস্থলে অন্তরঙ্গ
অন্তর্মুখী অন্তরের অন্তঃস্থলে
অন্তরঙ্গতা
কবি বোঝে ।
অসীম আকাশের কাছে
আলগোছে
পান করে
অনন্ত শব্দ ।
অন্বেষণে অন্বেষণে
যে পাগল
আমি কে ছুঁড়ে ফেলে,
আমি তাকে কবি না বলে
যাই কোথায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন