সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। আমার মাঝি ।। শিব শংকর ঘোষ, Shib Sankar Ghose

কবিতা ।। আমার  মাঝি

 শিব শংকর  ঘোষ




   কতো দিন নিরালা সন্ধ‍্যায় একা গিয়ে

   নদী পাড়ে বসে বসে দেখেছি

   নদী কেমন আপন খেয়ালে একা একা

   তরঙ্গে তরঙ্গে তান তুলে চলেছে

   কানে তুলে নিয়েছি তার যাবতীয় সুর তাল

     শিখে নিয়েছি যতো প্রচ্ছন্ন ব‍্যাকরণ

   তবুও একটা বাহবা দেবার সরল হৃদয় পাইনি

    পাইনি  একটা  আশীর্বাদী হাত


    হন‍্যে হয়ে খুঁজেছি কতো দিন তাকে

    উত্তাল নদী পার করবার মতো এক দক্ষ     

    মাঝি

    কতো ঢেউ এসে ঝাপটা মেরে ফেলে দিয়েছে অবজ্ঞায়

     বুঝি দেখেছিল সেই অন্তর্যামী


     একদিন ভাটিয়ালী গাইতে গাইতে

     অচেনা এক মাঝি এসে বললো--"নদী পার হবে? 

       এসো আমার  ডিঙিতে নির্ভয়ে "

      সেই ই আমায় শেখাল তরঙ্গের ব‍্যাকরণ


        এখন বুঝি ; বিলক্ষণ বুঝি,

         কেউ একজন  ছায়াসঙ্গী সব সময়ে

         আমার সাথে সাথে হেঁটে বেড়ায়

         বন্ধুর পথ পার করে নিয়ে চলে


         নিতান্ত একটা পদ্মার্ঘ‍তেই কী খুশী তিনি


          গুরু পূর্ণিমা  জ‍্যোৎস্নায় ভেসে যাই আমি!




            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...