কবিতা ।। অন্তিম লগ্নে
কেতকী বসু
জানলার ওপারে নিশ্চুপ নিরবতা
সময়ের আড়ালে সীমাহীন আপোষে
সৃষ্টি হয় একাদশীর শূন্যতা,
অসংযমী বিজ্ঞাপনের ধারায়
খুঁজে পাওয়া সূচিপত্রে ।
আজন্ম ধানের শীষে আগামীর কলুষতা
বেড়ে ওঠা শরীরে ও মনে,
এখনও রাত আসে জীবন তরঙ্গে
অসীম বিস্ময়ে এক আকাশ ভালোবাসা
খুঁজে চলে সাঁঝের তারার সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন