সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। অন্তিম লগ্নে ।। কেতকী বসু, Ketaki Basu

 কবিতা ।। অন্তিম লগ্নে

কেতকী বসু



জানলার ওপারে  নিশ্চুপ নিরবতা

সময়ের আড়ালে সীমাহীন আপোষে

সৃষ্টি হয় একাদশীর শূন্যতা,

অসংযমী বিজ্ঞাপনের ধারায় 

খুঁজে পাওয়া সূচিপত্রে ।


আজন্ম ধানের শীষে আগামীর কলুষতা

বেড়ে ওঠা শরীরে ও মনে,

এখনও রাত আসে জীবন তরঙ্গে

অসীম বিস্ময়ে এক আকাশ ভালোবাসা

খুঁজে চলে সাঁঝের তারার সাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...