শব্দব্রাউজ- ১০৪৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1044, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৪৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ৫।১।২০২৪ সকাল আটটা
শব্দসূত্র : আসবে , আসতেই হবে
হড়পা বানের মতো
আসতেই হবে
আবার সব ভেঙে গড়ে
চলে যেতে হবে ।
শুধু সময়ের ভেতর
ছাপ রেখে যাবে ।
শব্দ এমনই ,কবিতা এমনই ।
শব্দব্রাউজ বসে থাকে
সেই হড়পা বানের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন