শব্দব্রাউজ- ১০৫৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1055, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৫৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১৬.১. ২৪. সকাল দশটা ।
শব্দসূত্র: মনের চোখে চোখ রাখো
মনের চোখে চোখ রাখতে
পারলে
বুঝতে পার
আমার কতোটুকু পূর্ণতা ।
সব নিক্তিতে তোলা থাকে -
দাঁড়ি পাল্লা ভুল মাপ বলতে
শেখেনি।
জোর করে মনের চোখে চোখ
রাখা যায় না,
বিবেক এসে সামনে কখন
দাঁড়িয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন