বই কেনা যে মহিলার শখ
শিশির আজম
সেদিন কফিশপে এক মহিলার সঙ্গে পরিচয় হলো
সুন্দরী
বয়স পঞ্চাশের ওপর আর 'মেঘে ঢাকা তারা' এযাবৎ ২১ বার দেখেছেন
বললেন উনি
দালি ওনার একদম পছন্দ না
জাপানি ছাপচিত্র হলো বস্তুজগতের অসুখী আত্মার প্রতি সংবেদনশীলতা
উনি ভাবেন
কেন
তা উনি জানেন না
হ্যা বই কেনা ওনার শখ বিশেষত আফ্রিকান মিথোলজি আর আর্কিটেকচারের ওপর বই
কিন্তু সব বই পড়েন না
তাহলে এত এত বই কেনেন কেন, জানতে চাইলাম
একটু হেসে প্রশ্নটা উনি এড়িয়ে গেলেন
আর বই রাখার জন্য দামী আলমারি, উনি বললেন
আর প্রশস্ত সব তাক
যেখানে স্বচ্ছন্দে বইগুলোকে ছোঁয়া যায় নাড়াচাড়া করা যায়
শুনুন
যেসব বই আমি পড়িনে ওরাই আমার বেশি প্রিয়
ওদেরকেই
আমি ছুঁয়ে দেখি আর ঘ্রাণ নিই
ঘ্রাণ কি বিচিত্র
কি মারাত্মক
ওদেরকে
এর বেশি জানাটা আমার জন্য খারাপ পরিণতি ডেকে আনতে পারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন