রোদ্দুর পত্রিকার মনোজ্ঞ অনুষ্ঠান
৩০ মে কলকাতার শিয়ালদহের কৃষ্ণচন্দ্র মেমোরিয়াল সভাঘরে অনুষ্ঠিত হল রোদ্দুর পত্রিকার মনোজ্ঞ অনুষ্ঠান ।অনুষ্ঠানে পত্রিকা উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠান সভাপতিত্ব করেন বর্ষীয়ান বিশিষ্ট কবি কমল দে সিকদার । প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কবি সমালোচক প্রাবন্ধিক নীলাঞ্জন কুমার ও ঔপন্যাসিক তাপস সাহা । ছিমছাম এই সুন্দর অনুষ্ঠানে রোদ্দুর পত্রিকার দীর্ঘদিনের কান্ডারী সম্পাদক মানস মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন উপরোক্ত বিশিষ্ট জনেরা ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মুকুল চক্রবর্তী । কবিতাপাঠে অংশ নেন নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়, কেতকী বসু, শিবশংকর ঘোষ, নীলিমা সরকার, অমিত কাশ্যপ, চিরঞ্জীব হালদার, সব্যসাচী মল্লিক, শৈলেন্দ্রনাথ কাবাসী ,বিজয়লক্ষ্মী চৌধুরী, তপতী চ্যাটার্জী, অদীপ ঘোষ, মানস মুখোপাধ্যায় প্রমুখ। সুচারু সঞ্চালনা করেন তপতী চ্যাটার্জী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন