আটপৌরে কবিতা, Atpoure
সৌমিত্র রায়
৬) আকাশের দৃশ্য
জানালা। দৃশ্য। অনুভুতি।
আকাশ
পৃথিবীর চিরন্তন ছন্দময় সম্পর্ক
৭) বৈশাখী সম্পর্ক
হাওয়ায় দুলছে গাছ
বৈশাখ
কখনও মৃদুমন্দ, কখনও ঝোড়ো।
৮) দুঃখিত !
দুঃখ সৃজন করেছো
নিজেই
কারণ: হয়তো কিছু চেয়েছিলে
৯) জীবনালেখ্য
শূন্যের ভেতর। শক্তি।
শক্তিই
দৃশ্যের প্রাণ। জীবন। আলেখ্য।
১০) প্রকৃতি পূজা
তুলসীমণ্ডপ। ঝারা। পূজা।
জীববৈচিত্র্য
ছোলা-গুড়। জল। উপাসনা। প্রাণের।
খুব সুন্দর কবিতাগুলো। এটাই চাইছিলাম।
উত্তরমুছুন