মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৪ । অষ্টম বর্ষ । সংখ্যা-৭ । ২১-০৮-২০১৮ । সুদীপ ঘোষাল

আজকের কবিতা 


নিজেকে সাজাও যতনে
সুদীপ ঘোষাল

নিজেকে সাজাতে ইঁটের ভাটায় লজ্জাবতী লতা কাপড় পাল্টায়
ঢেঁকিতে  চাল কুড়তে কুড়তে সীমানা ভোলে আনাড়ি নজর

পাতা  মুড়ে যায় লাল মোড়াম রাস্তায়
বড় রাস্তায় যেতে কলস ভরা মৌনতা চাই
দক্ষতা পরাজিত হৃদয়ের দুর্গের দ্বারে

এখন কি আলো আলো খেলা স্তব্ধতার আগে
বুক ফাটে নিরস কামের শোকে
এত যে প্রাত্যহিক ছাইখেলা
নজর পাল্টায় কই?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...