Thursday, August 16, 2018

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৮৯ । অষ্টম বর্ষ । সংখ্যা-২ । ১৬-০৮-২০১৮ ।


স্বাধীনতা দিবসে সাহিত্য আড্ডা

খড়গপুর ; ১৬-০৮-২০১৮ ; আই-সোসাইটি ৷৷ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে অধ্যাপক রাখহরি পাল-এর বাড়িতে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয় ৷ আড্ডায় অংশ নেন ভবেশ বসু, সুনীল মাজি, দেবব্রত চট্টোপাধ্যায় প্রমুখ কবি-লেখক ৷ গান, কবিতাপাঠ, আলোচনায় ভরে উঠেছিলো এই সাহিত্য আড্ডা ৷No comments:

Post a Comment

আটপৌরে সিরিজ : ৫ || অলোক বিশ্বাস || কবিতা

আটপৌরে সিরিজ : ৫  অলোক বিশ্বাস অন্যতাপ্রবণ ----------------- মন্দিরের ঘণ্টা বাজলেও মানুষেরা পছন্দ করে ঝর্নার ধ্বনি ট্র্যাডিশন -...