সোমবার, ২০ আগস্ট, ২০১৮

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৩ । অষ্টম বর্ষ । ২০-০৮-২০১৮ ।

রাহুল গঙ্গোপাধ্যায়-এর প্রতিবেদন 

আইফেস্ট ২০১৮, বই-চিত্র সভাঘর  

গত ১৪ই জুলাই, ২০১৮তে অনুষ্ঠিত হলো i-সোসাইটি-র উদ্যোগে আইফেস্ট উৎসব।প্রধান অতিথি ছিলেন প্রভাত চৌধুরী, তাপস রায় এবং নীলাঞ্জন কুমার।এছাড়াও i-সোসাইটি থেকে 'কাব্যযোগ শান্তি সম্মান' পেলেন বিশিষ্ট কবি নাসের হোসেন, 'চ্যাটমোড কবিতা সম্মান' পেলেন বিশিষ্ট কবি দেবাশিস মুখোপাধ্যায়, 'i-সোসাইটি শান্তি সম্মান' পেলেন দিলীপ মজুমদার ।প্রকাশিত হলো কয়েকটি বই। আটপৌরে কবিতা সঙ্কলন, m-কোলাজ এবং " কবিতা এখন "
।এছাড়াও প্রকাশিত হলো কবি ও জিমন্যাস্ট অনন্যা
রায়ের লেখা কবিতা উল্কি।কবি প্রভাত চৌধুরীর উদ্যোগে সকল অগ্রজ ও অনুজ কবিরা রচনা করলেন একটি যৌথ কবিতা।







প্রকাশিত হলো মধ্যবর্তী আগস্ট সংখ্যা



বিগত ৩০ বছর ধরে, প্রকাশিত হয়ে আসছে মধ্যবর্তী সাহিত্য মাসিক পত্রিকা।সম্পাদক বিশ্বরূপ দে সরকারের নেতৃত্বে, প্রথম থেকে তারা বলে আসছে ভিন্ন ধারার সাহিত্যের কথা।বক্তব্য নিয়ে তারা বাংলার বিভিন্ন প্রান্তে যাচ্ছে, তরুন কবি প্রতিভাকে সুযোগ করে দিচ্ছে।সম্প্রতি গত ৫ই আগস্ট প্রকাশিত হলো মধ্যবর্তী আগস্ট সংখ্যা, তাদের সদর দপ্তর রায়গঞ্জে।সংখ্যাটি কবিতা,গল্প, গদ্য, দীর্ঘ কবিতা, ধারাবাহিক উপন্যাস নিয়ে সমৃদ্ধ। প্রথাগত সাহিত্য চর্চা ছেড়ে, ভিন্ন ধারার সাহিত্য চর্চা নিয়ে মধ্যবর্তীর এই সময়পর্বে যোগদান, অতীব গুরুত্বপূর্ণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...